বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ২৬ জন 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলো ২৬ জন 

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে রাজবাড়ীতে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা ও চুড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। 

গত শনিবার রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ ফলাফল ঘোষণা করা হয়।

লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করেন রাজবাড়ী জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম। এসময় আরো উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা।

পরে রাতে পুলিশ লাইন্স ড্রিল শেডে রাজবাড়ী জেলার ২২জন পুরুষ ও ৪জন নারী কনস্টেবল নিয়োগের লক্ষে অপেক্ষামানসহ ৩১ জনের নাম ঘোষণা করেন পুলিশ সুপার। চুড়ান্তদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ বলেন, যাদের নিয়োগ আজ চূড়ান্ত হলো। তাদের সম্পুর্ণ মেধা ও যোগ্যতা দিয়ে নিয়োগ প্রদান করা হলো। বিনা পয়সায় নিয়োগ পেল।

টিএইচ